তালা প্রতিনিধি : তালা উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ। মঙ্গলবার রাতে উপজেলার কুমিরা ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপে গিয়ে তিনি এই মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় তিনি বলেন, বুধবার থেকে সনাতন ধর্মালম্বীদের বড় ধর্মীয় উৎসসব দুর্গাপূজা শুরু হবে। এ উৎসব নির্বিঘ্নে পালনের জন্য বর্তমান সরকার পদক্ষেপ নিয়েছেন। পাশাপাশি সংগঠন হিসেবে জামায়াত ইসলামী পাশে থেকে সার্বিক সহযোগিতা করবে। এ সময় তার সাথে ছিলেন উপজেলা জামাতের আমির মাওলানা মফিদুল্লাহ, সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, ইউনিয়নের সাবেক আমির মাওলানা জাকির হোসেন, বর্তমান আমির আব্দুল কুদ্দুস বকুলসহ অনেকে।
তালায় ইজ্জত উল্লাহর মতবিনিময়
Leave a comment