তালা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক হয়েছে মোঃ শাহিন মোল্লা (২৫) নামের এক যুবক। সে তালা উপজেলার কুমিরা (বাবুর পুকুর পাড়) এলাকার মোঃ আজিজ মোল্লার পুত্র।
সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ নিজাম উদ্দীন মোল্যার নেতৃত্বে এসআই (নিঃ)/পিন্টু লাল দাস সঙ্গীয় ফোর্সের সহায়তায় ২৯ জানুয়ারি বিকালে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করার সময় তালার কুমিরা গ্রামস্থ আমরাতলা নামক তিন রাস্তার মোড়ে কাঁচা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ নিজাম উদ্দীন মোল্যা আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, উল্লেখিত ঘটনায় আটককৃত শাহিন মোল্লার বিরুদ্ধে পাটকেলঘাটা থানায় মামলা দায়ের করা হয়েছে।