তালা প্রতিনিধি : তালায় মুক্তি ফাউন্ডেশনের ১৫জন বাঁশজাত পণ্য তৈরি ও বাজারজাত করণ এবং ৩৭জন শুকর পালন ও বাজারজাতকরণ এবং ট্রেডের উপকারভোগীকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মুক্তি ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত ও দাতা সংস্থা ম্যালটিজার ইন্টারন্যাশনালের আর্থিক সহায়তায় বিএমজেড-পিটি প্রকল্পের উপকারভোগীদের সহায়তা প্রদান উপলক্ষ্যে এক অনুষ্ঠান রোববার (৭ জুলাই) মুক্তি ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইনপুট বিতরণ করেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। অনুষ্ঠানে ৩৭জন উপকারভোগীকে ২০হাজার টাকা করে ৭ লক্ষ ৪০হাজার টাকা এবং বাঁশজাত পণ্য তৈরি ও বাজারজাতকরণ বাবদ ১৫জন উপকারভোগীকে ৮ হাজার ৫শ’ টাকা করে ১ লক্ষ ২৭ হাজার ৫শ’ টাকা হিসাবে মোট ৫২জনকে ৮ লক্ষ ৬৭ হাজার ৫শ’ টাকা সহায়তা প্রদান করা হয়।