তালা প্রতিনিধি : তালায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় মোঃ মোস্তফা শেখ (৪১) নামের এক ব্যক্তি আহত হয়েছে। সে উপজেলার আগোলঝাড়া গ্রামে মৃত হাতেম শেখের ছেলে। রবিবার বিকালে আগলঝাড়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
আহত মোস্তফা শেখ জানান, আগলঝাড়া গ্রামে মৃত আরশাদ বিশ্বাসের ছেলে মোঃ ফারুক বিশ্বাসের সাথে দীর্ঘদিন যাবৎ পারিবারিক শত্রুতা চলে আসছিল। তারই সূত্র ধরে রবিবার (১৫ অক্টোবর) বিকালে বাড়ি থেকে মাঠে যাওয়ার সময় প্রতিপক্ষ ফারুক বিশ্বাস আমার পথরোধ করে আমার মাথা লক্ষ্য করে দা দিয়ে কোপ মারে। এতে আমার মাথার হাড় কাটা জখম হয়। পরে এলাকাবাসীর সহায়তায় তালা হাসপাতালে ভর্তি হয়েছি।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম-পিপিএম জানান, অভিযোগটি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
তালায় একব্যক্তিকে কুপিয়ে জখম
Leave a comment