
তালা প্রতিনিধি : তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নবাসীর পক্ষ থেকে বাংলাদেশ নৌ পরিবহন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতিকে সংবর্ধনা প্রদান করা হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আক্তার-উল আলমের সভাপতিত্বে ও কামরুজ্জামান রিকুর সঞ্চালনায় শনিবার (৬ জুলাই) বিকালে রাকিব অটো রাইসমিল সংলগ্নে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইখতিয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোস্তারি সুলতানা পুতুল, রাকিব অটো রাইচ মিলের সত্ত্বাধীকারী মো. ইবাদুল ইসলাম, আওয়ামী লীগনেতা মীর জাকির হোসেন, তালা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মীর জাকির, জেলা পরিষদ সদস্য কাজী নজরুল ইসলাম হিল্লোল, জাতীয় যুবজোটের জেলা শাখার সভাপতি মিলন ঘোষাল প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে গান পরিবেশন করেন বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক পূর্ণচন্দ্র সরকার।