তালা প্রতিনিধি : সাতক্ষীরা তালায় তিন দিনব্যাপী কন্দাল ফসল উন্নয়ন কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মেলা উপলক্ষে মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে কৃষকদের নিয়ে র্যালী অনুষ্ঠিত হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম। এ সময় অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। উদ্বোধন শেষে তালা শিল্পকলা একাডেমি মিলানয়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরাফাত হোসেন, তালা থানার ওসি (তদন্ত) এম এম সেলিম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলি,সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার আফরোজা খাতুন রুমা, মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ প্রমুখ।