তালা প্রতিনিধি : তালা উপজেলার গঙ্গারামপুর গ্রামে জমি দখলকে কেন্দ্র করে দফায় দফায় তান্ডব চালিয়েছে দূর্বৃত্তরা। পরপর দু’দিনের তান্ডবে ঘর-বাড়িসহ আসবাবপত্র ভাংচুর করে মাটিতে মিশিয়ে দেয়া হয়েছে। একই সাথে ধারালো অস্ত্রের মুখে জমি মালিক মকছেদ শেখ ও তার পরিবারের সদস্যদের জিম্মি করে পুরো জমি জোরদখল করে চারপাশে কাটাতারের বেড়া দেয়া হয়েছে। জরদখল ও ঘেরা বেড়া থেকে বাদ যায়নি স্থানীয় জামে মসজিদের বাথরুম ও জমিসহ চলাচলের ঘরোয়া রাস্তা। ঘটনার পর থেকে গত ৩দিন ধরে একাধিক পরিবারের সদস্যরা অবরুদ্ধ হয়ে পড়ে। জমি দখলকারী মালেক শেখ ও তার ভাড়াটিয়া দূর্বৃত্তদের দফায় দফায় মহড়া, হামলা ও হুমকিতে আতংকের মাঝে রয়েছে মকছেদ শেখ’র পরিবার।
গঙ্গারামপুর গ্রামের জাকারিয়া শেখ জানান, তার চাচাত ভাই মকছেদ শেখ একই এলাকার নজরুল শেখের কাছ থেকে বাড়ির পাশে ৫ শতক জমি কিনে সেখানে ঘর-বাড়ি নির্মাণ করে প্রায় ৩৫বছর ধরে বসবাস করে আসছে। কিন্তু পরবর্তীতে ওই একই মালিকের কাছ থেকে মালেক শেখ অন্য জমি কিনে মকছেদ শেখের ভোগদখলীয় জমি জোর দখলের চেষ্টা চালাতে থাকলে উভয় পক্ষের মাঝে বিরোধ সৃষ্টি হয়।
ভুক্তভোগী মোঃ মোমিন শেখের ছেলে মকছেদ শেখ জানান, মৃত. আশরাফ শেখের ছেলে মালেক শেখ প্রতিনিয়ত জমি দখলের চেষ্টায় হুমকি দিতে থাকে। এনিয়ে সাতক্ষীরার বিজ্ঞ জেলা যুগ্ম জজ (১ম) আদালতে একটি দেওয়ানী মামলা ১২/২০২৩ দায়ের করা হয়। মামলাটি চলমান থাকাবস্থায় গত বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) সকালে মালেক শেখের নেতৃত্বে তার ভাগ্নে রানা মোল্যা ও ভাইপো রাসেল শেখসহ ভাড়াটিয়া ১০/১২জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র এবং লোহার রড নিয়ে হামলা চালিয়ে মকছেদ শেখের পরিবারকে জিম্মি করে ফেলে। একপর্যায়ে দূর্বৃত্তরা মকছেদ শেখের বাড়ি-ঘর ও বাথরুম ভেঙ্গে কাটাতারের ঘেরাবেড়া দিয়ে জমি জোরদখল করে। এ সময় দূর্বৃত্তরা গঙ্গারামপুর পশ্চিমপাড়া জামে মসজিদের জমি, বাথরুম ও মকছেদ শেখের পুরাতন বাড়ির রাস্তা সহ গ্রামের মানুষের চলাচলের ঘরোয়া রাস্তা ঘিরে দেয়। এতেকরে মকছেদ শেখ ও খালেক শেখের বাড়ির সদস্যরা স্থায়ী অবরুদ্ধ হয়ে পড়ে। এবিষয়ে ওইদিন ভুক্তভোগীর পক্ষে নাসির শেখ তালা থানায় অভিযোগ দায়ের করলেও পুলিশ কার্যকর ব্যবস্থা নেয়নি বলে মকছেদ শেখ অভিযোগ করেন। এসুযোগে শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) সকালে দুর্বৃত্তরা ঘোষণা দিয়ে আবারও হামলা চালায় এবং অবশিষ্ট বাড়ি-ঘর ভেঙ্গে মাটিতে মিশিয়ে দেয়। মসজিদের জমিসহ বাথরুম দখলদারদের অবৈধ ঘেরাবেড়ার মধ্যে আবদ্ধ থাকায় মুসল্লিদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে। দুর্বৃত্তরা মকছেদ শেখের জমিসহ মসজিদের জমি দখল এবং পাশ^বর্তী মৃতঃ মোকবুল শেখের বাড়ির সীমানার মধ্যে কাটাতারের বেড়া দিয়ে ওই জমি-ও দখল চেষ্টা অব্যাহত রাখায় এলাকায় আতংক ও ক্ষোভ বিরাজ করছে। এবিষয়ে প্রতিকার পেতে ভুক্তভোগী মকছেদ শেখ উর্দ্ধতন প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
এব্যপারে হামলাকারী মালেক শেখ জানান, আমাদের কেনা জমিতে মকছেদ শেখ দীর্ঘদিন বসবাস করছিল। তাদের বারবার জমি ছাড়তে বললেও তারা ছাড়েনি। এনিয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপারের (তালা সার্কেল) কাছে অভিযোগ দায়ের করি। সেখানে মকছেদ শেখ হাজিরা দেয়নি এবং আমাদের কাগজপত্র সঠিক থাকায় তাঁর (এএসপি, সার্কেল) সালিসের মৌখিক রায় মোতাবেক আমরা আমাদের জমি দখল নিয়েছি।
এবিষয়ে তালা থানার ওসি মোঃ মমিনুল ইসলাম পিপিএম বলেন, আমারা কোন লিখিত অভিযোগ এখনও পাইনি। তারপরও মৌখিক অভিযোগের ভিত্তিতে তৎক্ষনাত খলিলনগর পুলিশ ক্যাম্পের আইসি এসআই শহিদুল হককে ঘটনাস্থলে পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়।
তালায় কাটাতারের বেড়া দিয়ে মসজিদের বাথরুমসহ রাস্তা বন্ধ করায় একাধিক পরিবার অবরুদ্ধ!
Leave a comment