তালা প্রতিনিধি : তালা উপজেলায় চুরি সংঘটিত হয়েছে। গত বুধবার গভীর রাতে ধানদিয়া ইউনিয়নের সানতলা গ্রামে আব্দুস সামাদ গাজীর ছেলে রফিকুল ইসলামের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। রফিকুল ইসলামের বড় ভাই গাজী হামিজউদ্দীন জানান, রাতে পরিবারের সকলে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলে রাত আনুমানিক ১২টার দিকে কোন এক সময় চোরেরা বাড়ির পাচিল টপকিয়ে ক্লবসিবল গেটের তালা ভেঙে ঘরে প্রবেশ করে। আলমারি বাক্সের তালা ভেঙে নগদ ৮ লাখ টাকা ও এক ভরি ওজনের সোনার গহনা নিয়ে যায়। রাত ৩ টার দিকে ঘুম থেকে জেগে দেখতে পায় ঘরের সকল আসবাবপত্র তছনছ করা বাক্সে রাখা ব্যবসায়ীর গচ্ছিত টাকা নিয়ে গেছে। বিষয়টি পাটকেলঘাটা থানাকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পাটকেলঘাটা থানার উপ-পরিদর্শক জ্যোতির্ময় মন্ডল জানান, এ ঘটনায় তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।