তালা প্রতিনিধি : তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উপজেলা সকল ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব এবং ভিডব্লিউডি ভাতাভোগীদের জন্ম-মৃত্যু ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর- ১০ ডিসেম্বর) পালন সংক্রান্ত এক মতবিনিময় সভা গত মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের খুলনা বিভাগের পরিচালক হুসাইন শওকত। উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরার ডিডি,এলজি মাশরুবা ফেরদৌস ও উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার। এ সময় জন্মমৃত্যু নিবন্ধনের প্রথম হয়েছেন ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এবং ইউপি সচিব মোঃ হাবিবুর রহমান। কুইজের পুরস্কার পান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার।