তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় উপজেলা জাতীয় পার্টির সভাপতি এস এম নজরুল ইসলাম ও তার দোসর আব্দুল জলিলের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরে একটি বিক্ষোভ মিছিল উপ-শহরের প্রধান প্রধান সড়ক পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে স্বারকলিপি প্রদান করা হয়। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দলোন ও নাগরিক কমিটির যৌথ উদ্দ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। তালা উপজেলা নাগরিক কমিটির সভাপতি এম এ হাকিমের সভাপতিত্বে ও উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন তালা প্রেসক্লাবের নব নির্বাচিত সাধারণ সম্পাদক জোয়ার্দ্দার ফারুক হোসেন, জেলা ছাত্র শিবিরের সাবেক শিক্ষা ও সাহিত্য সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের, উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম, মোঃ সহিদুল ইসলাম, তালা সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি রিপন ইসলাম প্রমুখ।