তালা প্রতিনিধি : তালা প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা জাতীয় পার্টির সভাপতি এস এম নজরুল ইসলামের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ নভেম্বর) সকাল ১০টায় তালা প্রেসক্লাবের সামনে তালা প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের নামে মিথ্যা ও হয়রানীমূলক মামলার প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন তালা প্রেসক্লাবের আহবায়ক এমএ হাকিম। তালা প্রেসক্লাবের সদস্য মোস্তাফিজুর রহমান রেন্টুর সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন তালা প্রেসক্লাবের যুগ্ম-আহবায়ক এমএ ফয়সাল, সদস্য সচিব সেলিম হায়দার, সাবেক সাধারণ সম্পাদক গাজী সুলতাল আহম্মেদ, উপজেলা বিএনপি নেতা লিয়াকত হোসেন, মোঃ মহিউদ্দীন, গাজী সিরাজুল ইসলাম, সাংবাদিক কাজী আরিফুল হক বুলু, জাহাঙ্গীর হোসেন, সেকেন্দার আবু জাফর, শফিকুল ইসলাম, খলিলুর রহমান লিথু, রোকনুজ্জামান টিপু, আসাদুজ্জামান রাজু, খলিলুর রহমান, মাগফুর রহমান, শিরিনা খাতুন প্রমুখ।
এ সময় বক্তরা বলেন, তালা প্রেসক্লাবের সভাপতির ভূয়া পরিচয় দিয়ে সরকারী বিভিন্ন দপ্তরের কাজ বাগিয়ে নিয়ে কোটিপতি বনে গেছে উপজেলা জাতীয় পার্টি সভাপতি এসএম নজরুল ইসলাম। তিনি প্রেসক্লাবের সভাপতি পরিচয় দিয়ে তালায় কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকদের নামে আদালতে মামলা করেছে। তার অপকর্মের প্রতিবাদে সকল সাংবাদিক, পেশাজিবী, রাজনৈতিক দলসহ সকলের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তারা।
তালায় জাতীয় পার্টি নেতার বিরুদ্ধে মানববন্ধন
Leave a comment