তালা প্রতিনিধি : তালায় কপোতাক্ষ নদে মাছ ধরা কে কেন্দ্র করে এক জেলেকে মারপিট করে জাল ও নৌকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত ৩ টার দিকে তালা উপজেলার গোপালপুর এলাকায় কপোতাক্ষ নদে । আহত জেলে বিধান বিশ্বাস ( ৫০)কে রাতেই স্থানীয়রা উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করে।
তালা হাসপাতালে ভর্তি গোপালপুর গ্রামের কালিপদ বিশ্বাসের ছেলে বিধান বিশ্বাস জানান, রাত ৩টার দিকে একই উপজেলার মোবারকপুর গ্রামের মালোপাড়া এলাকার মনি শংকর হালদারের ছেলে দিপু হালদার, রঞ্জন হালদারের ছেলে দিপংকর হালদার,দয়াল বিশ্বাসের ছেলে পবিত্র রাত দিকে নদীতে মাছ ধরা অবস্থায় আমার উপর হামলা করে আমাকে রক্তাক্ত জখম করে। এ সময় তারা নদীতে পেতে রাখা আমার জাল ও নৌকা ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ।
তালায় জেলেকে মারপিটের অভিযোগ
Leave a comment