তালা প্রতিনিধি
তালায় সংখ্যালঘুদের ক্ষমতায়ন ও তাদের অধিকার নিশ্চিত করার জন্য এ্যাডভোকেসি প্রকল্পের আওতায় তথ্য অধিকার আইন ব্যবহারে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে নারী উন্নয়ন সংস্থার আয়োজনে ও মাইনরিটি রাইটস গ্রæপ ইউরোপ ও নোরাদ এবং অগ্রগতি সংস্থার আর্থিক সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। নারী উন্নয়ন সংস্থার পরিচালক গুলশান আরার পরিচালনায় সভায় বক্তৃতা করেন, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের সচিব মো: নুর ইসলাম, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য জাকিয়া সুলতানা ইতি, অগ্রগতি সংস্থার প্রকল্প সমন্বয় মাছুম বিল্লাহ সোহাগ, নারী উন্নয়ন সংস্থার তৌকির হাসান, সাংবাদিক আজমল হোসেন জুয়েল প্রমুখ। এ সময় ইমাম, পুরোহিত, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডের ধর্মীয় সংখ্যালঘু, প্রান্তিক ও অবহেলিত জনগোষ্ঠির নারী-পুরুষরা উপস্থিত ছিলেন।