তালা প্রতিনিধি : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই শ্লোগান সামনে রেখে তালায় তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন হয়েছে। সপ্তাহব্যাপী তারুণ্যের উৎসব উপলক্ষে মঙ্গলবার (২১ ডিসেম্বর) তালা শিল্পকলা একাডেমীতে উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত তারুণ্যের মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক মঈনুল ইসলাম। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা, ‘তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা, আলোচনা অনুষ্ঠান, পুরস্কার বিতরণ, সন্ধ্যায় তারুণ্যের মেলা, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহমেদ, একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, আইসিটি কর্মকর্তা রেজাউল করিম, পল্লী উন্নয়ন কর্মকর্তা নারায়ন চন্দ্র সরকার প্রমুখ।