তালা প্রতিনিধি : শুক্রবার (৮ মার্চ) বিকালে তালা উপজেলার সরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও কুমিরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নবনির্বাচিত দুই সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান করা হয়। কুমিরা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ও নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদ স্থায়ী কমিটির সদস্য লায়লা পারভীন সেঁজুতি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাপড়ি, পাটকেলঘাটা থানার ওসি বিপ্লব কুমার নাথ, জেলা কৃষকলীগের সাবেক সভাপতি বিশ্বজিৎ সাধু, জেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক কাজী নজরুল ইসলাম হিল্লোল, আওয়ামী লীগনেতা মতিয়ার রহমান, এড. আব্দুস সামাদ, কুিমরা ইউপি চেয়ারম্যান শেখ আজিজুল ইসলাম প্রমুখ।