তালা প্রতিনিধি : তালা উপজেলার পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। শনিবার বেলা ১১টায় পাটকেলটা বটমুল যুব সংঘের আয়োজনে পিঠা উৎসবের উদ্বোধন করেন সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল হাই। বটমুল যুব সংঘের সভাপতির নাহিদুর রহমান সাবুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান ইখতিয়ার হোসেন, পাটকেল ঘাটা থানার ওসি (তদন্ত) হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম টিটু, টাটা ক্রপ কেয়ার কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর কেশব সাধু, মীর শাহীন, আওয়ামী লীগ নেতা সাইদুজ্জামান পাইলট, সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান রিকু, মিনহাজ্ব মুনমুন সহ সংগঠনের নেতৃবৃন্দ। পিঠা উৎসবে ছোট বড় ৫০টি স্টল বসে। এরপর দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।