তালা প্রতিনিধি : তালায় বিএমজেড-পিটি প্রকল্পের উপকারভোগীদের মাঝে ব্যবসার উপকরণ এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মুক্তি ফাউন্ডেশনের বাস্তবায়নে ও দাতা সংস্থা ম্যালটিজার ইন্টারন্যাশনাল এর আর্থিক সহায়তায় এউপলক্ষে সোমবার (৫ ফেব্রুয়ারি) এক অনুষ্ঠান মুক্তি ফাউন্ডেশন অফিসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তি ফাউন্ডেশনের পরিচালক গোবিন্দ ঘোষ। মুক্তি ফাউন্ডেশনের বিএমজেড-পিটি প্রকল্প সমন্বয়কারী মো. মহিউদ্দিন মোল্যার পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তি ফাউন্ডেশনের কর্মসূচি সমন্বয়কারী জোসেফ মন্ডল ও কর্মসূচি কর্মকর্তা জনাব সুনন্দা ভদ্র, উত্তম কুমার ঘোষ, রাজিব কুমার দাশ, মাসুদুর রহমান, নাদিরা পারভিন ও আছলিমা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে, শপিং ব্যাগ তৈরি ও বাজারজাতকরণের সহায়তা হিসেবে মোট ৭০জন উপকারভোগীকে বস্তা, লেস ফিতা ও কাটিম সুতা সহ প্রতিজনকে মোট ৫হাজার ৫টাকা করে ইনপুট সহায়তা হিসেবে সর্বমোট ৩লক্ষ ৫০ হাজার ৩৪৬টাকা প্রদান করা হয়। পাশাপাশি, নারিকেল তৈল তৈরি ও বাজারজাত করণ ট্রেডের ইনপুট হিসেবে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রতিজনকে ৪ হাজার ৭৬৭টাকা করে সর্বমোট ১৪ হাজার ৩০১টাকার সহায়তা প্রদান করা হয়।