তালা প্রতিনিধি : তালা থানা পুলিশ উপজেলার কানাইদিয়া গ্রামে অভিযান চালিয়ে দেশীয় চোলাই মদ তৈরিকারক রবীন্দ্রনাথ ওরফে সোনা মন্ডলকে গ্রেফতার করেছে। এসময় তার নিজ ঘর থেকে প্রায় ১৫ লিটার চোলাই মদ ভর্তি ২টি কন্টিনার উদ্ধার করে পুলিশ। সোনা মন্ডল উপজেলার কানাইদিয়া পূর্বপাড়া গ্রামের মৃত হরিপদ মন্ডলের ছেলে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) নিজ বাড়িতে মদ তৈরি করে তা বিক্রির প্রস্তুতিকালে পুলিশ তাকে আটক করে।
তালা থানার ওসি মো. মমিনুল ইসলাম পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চোলাই মদসহ রবীন্দ্রনাথ ওরফে সোনা মন্ডলকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতৈ সোপর্দ করা হয়।
তালায় বাংলা মদসহ আটক ১

Leave a comment