তালা প্রতিনিধি : তালায় ভাষা শহীদদের প্রতি অকৃত্রিম ভালবাসা ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে অমর একুশে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিনটি উদযাপনে উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে তালা শিল্পকলা একাডেমি চত্বরে নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করা হয়। সকালে প্রভাত ফেরি শেষে উপজেলা চত্বরে বিশেষ মোনাজাত অনুষ্ঠিতা হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা তাওহীদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি, তালা থানার ওসি মোঃ মমিনুল ইসলাম পিপিএম, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, তালা প্রেসক্লাব সভাপতি ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দার, রিপোটার্স ক্লাবের সভাপতি মীর জাকির হোসন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, সমাজসেবা অফিসার সুমনা শারমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক, একাডেমিক সুপার ভাইজার প্রভাস কুমার দাস প্রমুখ। এ সময় দিনব্যাপী বিভিন্ন স্টল প্রদর্শিত হয় এবং বিকালে কুইজসহ বিভিন্ন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।