তালা প্রতিনিধি : তালা উপজেলার আশাননগরে ব্র্যাক সিড এন্ড এগ্রো এন্টার প্রাইজের আয়োজনে বুধবার (৩০ আগস্ট) বিকালে থাইল্যান্ড-১ জাতের মিষ্টি কুমড়ার মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। পাটকেলঘাটার মায়ের দোয়া বীজ ভান্ডারের স্বত্ত্বাধীকারি রফিকুল ইসলাম টুটুলের উদ্যোগে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্র্যাক সিডের রিজিওন্যাল ম্যানেজার গোপালগঞ্জের খন্দকার বায়েজিদ বোস্তামি। বিশেষ অতিথি ছিলেন মনিটরিং অফিসার পরিতোষ সরকার, টেরিটরি সেলস অফিস্যার রসাতক্ষীরা মো. জাহিদ হোসেন প্রমুখ।
এ সময় কৃষক আব্দুল আলিম জানান, তার ৫বিঘা ঘেরে আইলের একপাশে মাচা পদ্ধতিতে পরীক্ষামূলকভাবে লাগানো মিষ্টি কুমড়ায় খরচ হয়েছে ১৪-১৫ হাজার টাকার মতো। এই কুমড়া সংগ্রহ শুরু হয়েছে। প্রতি পিছ কুমড়া ৭-৮ কেজির মতো ওজন হচ্ছে। প্রতিপিছ কুমড়া ১৫০-২০০ টাকায় বিক্রি হচ্ছে। এবছর ৩২ হাজার টাকার মতো বেচাকেনা হবে বলে আশা করছেন তিনি। এ সময় কম খরচে লাভজনক হওয়ায় কৃষকরা আগামীতে মিষ্টি কুমড়া চাষে অঅরও উদ্বুদ্ধ হবে বলে জানান তিনি।
তালায় মিষ্টি কুমড়ার মাঠ দিবস

Leave a comment