তালা প্রতিনিধি : তালার যুদ্ধকালীন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মরহুম মোড়ল আব্দুস সালামের মেঝ ভাইয়ের বড় ছেলে এড. ওবাইদুর রহমান জসি(৪০) স্ট্রোকজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইনা ইলাহি রাজিউন)। গত মঙ্গলবার দিবাগত রাত্র আনুমানিক সাড়ে ১২টার সময় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এড. ওবাইদুর রহমান জসি জালালপুর ইউনিয়নের চরকানাইদিয়া গ্রামে মোড়ল আব্দুস শুকুর আলীর ছেলে ও জাতীয় তরুণ পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এড. মোড়ল জিয়াউর রহমান জিয়ার বড় ভাই। তার মৃত্যুতে শোক প্রকাশ করেচেন সাতক্ষীরা মেডেকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের ডাক্তার মো. গোলাম আযম, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, সাংবাদিক এসএম নজরুল ইসলাম, জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম আব্দুল আলী সাহেবের পুত্র মোঃ সাইদুর রহমান মুকুল, সাবেক ইউপি চেয়ারম্যান যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা মোড়ল আব্দুর রশিদ, জেএসডি কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান প্রমুখ।