তালা প্রতিনিধি : সোমবার (২০ জানুয়ারি) বেলা ১১ টায় তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসের হলরুমে মুক্তি ফাউন্ডেশনের রেমাল রেসপন্স প্রকল্পের আয়োজনে প্রকল্প লার্নিং, শেয়ারিং এন্ড ভ্যালিডেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল। এডিএইচ এর অর্থায়নে এবং ম্যালটিজার ইন্টারন্যাশনালের সহযোগিতায় অনুষ্ঠিত ওয়ার্কশপে সভাপতিত্ব করেন মুক্তি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গোবিন্দ ঘোষ। মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী মোঃ মহিউদ্দিনের সঞ্চালনায় ওয়ার্কশপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা মনোজ কান্তি রায়, যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ কুমার বিশ^াস, খেশরা ইউপি চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু, খলিলনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বিকাশ মন্ডল, তালা সদর ইউনিয়ন পরিষদের সচিব শাহানারা খাতুন, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, বিএম জুলফিকার রায়হান, আকবর হোসেন প্রমুখ।