তালা প্রতিনিধি : তালা উপজেলা যুব ফোরাম সক্রিয়করণ সভা বুধবার (২৮ আগষ্ট) উপজেলার বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে আস্থা প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব ফোরামের আহ্বায়ক ইমরান হোসেন। প্রকল্পের ফিল্ড অফিসার বিপুল রায়ের সঞ্চালনায় সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সাতক্ষীরা জেলা সমন্বয়কারী মাসুদ রানা। সভায় মাঠ পর্যায়ের কার্যক্রম ও আগামীর পরিকল্পনা নিয়ে বিস্তারত আলোচনা করা হয়। উপজেলার ১২ টি ইউনিয়নের যুব ফোরাম সদস্যরা সভায় অংশগ্রহণ করেন।