তালা প্রতিনিধি : সোমবার (১৯ ফেব্রুয়ারী) সকালে তালা উপজেলার জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠে রিফ্রেসাস্ ট্রেনিং অনুষ্ঠিত হয়। উত্তরণ,ইয়ুথ এ্যামপাওয়ার্ড প্রজেক্টের বাস্তবায়নে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কারিগরি সহযোগিতায় এবং গ্লোবাল অ্যাফিয়াস্ কানাডার অর্থায়নে দিনব্যাপী উক্ত সিভিএ রিফ্রেসাস্ ট্রেনিংয়ে তালা উপজেলার মোট ১২ কমিউনিটি ক্লিনিকের আওয়াতাধীন ৩৬ জন সিভিএ ওয়ার্ককিং গ্রুপের সদস্যবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এ্যাডভোকেসি বিসিসি এন্ড চাইল্ড প্রটেকশন অফিসার আবেদা সুলতানা, উত্তরণের টেকনিক্যাল অফিসার নাজমিন নাহার ও প্রকল্প অফিসার যোয়াকি মমন্ডল প্রমুখ।