তালা প্রতিনিধি : তালায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) দুপুরে তালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে রাসেল দিবস উপলক্ষে এ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন তালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিষ্ঠা এম এ কাশেম। প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন, প্রথম স্থান অধিকারী মিথিলা, দ্বিতীয় স্থান অধিকারী যুথী এবং তৃতীয় স্থান অধিকারী কাজী ইব্রাহীম। এ সময় উপস্থিত ছিলেন তালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক জোহরা পারভীন, তালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক রহিমা সুলতানা,শামিমা জেবুন্নাহার,আমরা বন্ধু ফাউন্ডেশন তালা উপজেলা টিমের সমন্বয়কারী আব্দুল্লাহ আল যুবায়ের প্রান্ত,আমরা বন্ধু ফাউন্ডেশন সদস্য,তাপস সরকার,জাফিরুল ইসলাম তুষার,সুরভী সাদিয়া লিমা, পুষ্পিতা সেন,সুমন ইসলাম,সাবিকুন নাহার,জহিরুল ইসলাম,আবু সাহিদ,কাজী আরিফুল,তাওহিদ হোসেন রুপম প্রমুখ।