তালা প্রতিনিধি : তালায় স্বেচ্ছাসেবী সংগঠন সহানুভূতি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার (২২ নভেম্বর) বিকালে তালার বারুইহাটী সহানুভূতি কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। সহানুভূতি’র প্রতিষ্ঠাতা মোঃ আব্দুল আলিম মোড়লের সভাপতিত্বে ও শিক্ষক আবুল কাশেমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি এবং তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার প্রমুখ।