তালা (সাতক্ষীরা) সংবাদদাতা : তালা উপজেলার পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে চার তলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। মঙ্গলবার বিদ্যালয়ের সভাপতি শংকর সাধুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন, সরদার মশিযার রহমান, মুর্শিদা পারভিন পাপড়ি, এমএম আবু জাহিদ বিন গফুর প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ আব্দুল হাই। অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও স্কুলের সকল ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।