তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলার ভারসা গ্রামে পবিত্র ঈদ উল আযহার উপলক্ষে হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১জুন) বিকালে জিসান উদ্যানে হাডুডু খেলাটি অনুষ্ঠিত হয়। ভারসা জিসান উদ্যান কমিটির আয়োজনে খেলায় সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার এএইচএম কামাল আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন। বিশেষ অতিথি ছিলেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ, সরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিয়ার বিশ্বাস, তালা উপজেলার সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিমুল হোসেন সুমন, মেহেদী হাসান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক মোঃ শাহিনুর রহমান শাহিন।