তালা প্রতিনিধি : তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের ধুকুড়িয়া গ্রামে ১০বছরের অবুঝ শিশুকে অন্ডকোষ চেপে মারার চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় ওই শিশুর চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরার একটি ক্লিনিকে চিকিৎসা করান। কোন রকমে শিশুটি প্রাণে রক্ষা পায়। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার দুপুরে তালার ধুকুড়িয়া গ্রামে।
সরেজমিনে জানা গেছে, ঘটনার দিন-দুপুরে ধুকুড়িয়া গ্রামের হিরালাল মন্ডলের পুত্র ১০ বছরের ছোট অবুঝ শিশু আদিত্য মন্ডল তারই বাড়ির পাশে রাস্তায় খেলা করছিল। এ সময় একই গ্রামের নিমাই মন্ডলের কলেজ পড়ুয়া পুত্র জিৎ মন্ডল ওই শিশুর অন্ডকোষ চেপে ধরে মারার চেষ্টা করে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে। এ ঘটনায় শুক্রবার রাতে শিশুটির পিতা-মাতা শালিস বৈঠক ডাকে তাদের বাড়িতে। শালিসে জিৎ মন্ডলকে ৫হাজার টাকা জরিমানা করে মিমাংসা করে নেয়।
তালায় ১০বছরের শিশুকে নির্যাতন
Leave a comment