তালা প্রতিনিধি: ডাকাতির জন্য প্রস্ততি নিতে পুলিশের খাঁচায় বন্ধি হয়েছে চক্রের তিন সদস্য। শনিবার (৯ মার্চ) দুপুরে তাদের সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার লালচন্দ্রপুর এলাকা থেকে আটক
করে পুলিশ।পরে তাদের কাছ থেকে উদ্ধার হয় পিকআপসহ ডাকাতির সারজ্ঞাম। আটককৃতরা হলো বাগেরহাট জেলার ফকিরহাট থানার মাসকাটা এলাকার মেহের আলীর ছেলে জালিনুর শেখ (৩৫), রামপাল থানার বাইনতলা এলাকার সরদার মিজানের ছেলে মেহেদি হাসান রানা(২৪) ও খুলনা জেলার বটিয়াঘাটা এলাকার মুরাদ আলী শেখের ছেলে বিল্লাল হোসেন শেখ (৪৬)।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, রাতে ডাকাতির করার জন্য ৬/৭জন লোক দুপুরে লালচন্দ্রপুর গ্রামের পেয়ারাতলা এলাকায় অবস্থান নেয়। ওই সময় গোপন সংবাদ পেয়ে থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তিন জনকে আটক করে। পরে তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহারিত একটি পিকআপ এবং দেশিঅস্ত্রসহ ডাকাতির সরজ্ঞাম জব্দকরা হয় ।পরবর্তীতে তাদের বিরুদ্ধে ডাকাতি মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।