তালা প্রতিনিধি : তালা উপজেলার হাজরাকাটি আদর্শ যুব সংঘের আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টর ফাইনাল খেলা শনিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। হাজরাকাটি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় সৈকত ফুটবল একাডেমি ১-০ গোলে শামীম ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা মীর জাকির হোসেন, আজিজুর রহমান রাজু, সরদার ইমান আলী, সিরাজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি প্রমুখ। খেলা পরিচালনা করেন বরুন কুমার সানা।ধারা ভাষ্যকারের দায়িত্ব পালন করেন শিক্ষক অলিউল ইসলাম।