তালা প্রতিনিধি : প্রতিবছরের ন্যায় এবারও তালা উপজেলার পাটকেলঘাটায় হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজার প্রতিমার হাট বসেছে। ৩ ফেব্রুয়ারি (সোমবার) অনুষ্ঠিত পূজাকে ঘিরে পাটকেলঘাটা নিলিমা ইকোপার্কে প্রতিমার হাটে ভিড় জমাচ্ছেন সনাতন ধর্মাবলম্বীরা। প্রতিবছর মন্দির, বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানে মহা ধুমধামে উদযাপিত হয় সরস্বতী পূজা। শনিবার পাটকেলঘাটা হাটে গিয়ে দেখা যায়, দেবী সরস্বতীকে অনন্য সাজে সজ্জিত করেছেন প্রতিমার কারিগররা। ভক্তরাও প্রতিমা দেখতে ও কিনতে ভিড় জমাচ্ছন।
এ সময় কথা হয় প্রতিমা বিক্রেতা কেশবপুর উপজেলার ভান্ডারখোলা গ্রামের রনি দাসের সঙ্গে। তিনি বলেন, আমরা প্রতিমা কিনে সামান্য লাভে বিক্রি করি। সোমবার সকাল পর্যন্ত প্রতিমা বিক্রি হবে। সর্বনিম্ন ২৫০ থেকে ১৫০০ টাকার মধ্যে এই প্রতিমা বিক্রি করা হয়। প্রতিটি প্রতিমায় ৩০-৫০টাকা লাভ থাকে। এ বছর বাজারে আমরা ৫০০ প্রতিমা নিয়ে এসেছি। কিছু প্রতিমা বিক্রি হয়েছে, আশা করি প্রায় সবই বিক্রি হবে।
পাটকেলঘাটা বাজারে প্রতিমা কিনতে এসে আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কালিদাস ঘোষ বলেন, ৮০০টাকা দিয়ে তিনি প্রতিমা কিনেছেন।
অপরদিকে সাধন ঘোষ ও আশুতোষ মল্লিক, বিশ্বজিৎ স্যান্যাল বলেন, প্রতিবছর বাড়িতে সরস্বতী পূজা করে থাকি। তার জন্য প্রতিমা কিনতে এসেছি। নানা রূপে দেবী সরস্বতীকে তৈরি করা হয়েছে।’ আমরা বাড়িতে সরস্বতী পূজার আয়োজন করছি। মা সরস্বতীর কাছে প্রার্থনা যেন সকল অনাচার দুর হয়ে সকল প্রাণিকূল সুখে শান্তিতে বসবাস করতে পারে।
তালার পাটকেলঘাটায় বসেছে সরস্বতী প্রতিমার হাট

Leave a comment