তালা প্রতিনিধি : বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে বাল্যবিবাহ থেকে শিশুদের নিরাপদ রাখার উপায় নিয়ে শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের বাস্তবায়নে এবং ইন্টারঅ্যাক্ট’র অর্থায়নে, এনসিওর প্রটেক্শন এন্ড জাস্টিস থ্র ইন্টিগ্রেডেট অ্যাপ্রোচ প্রোগ্রামের আওতায় উক্ত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন তালা শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস। স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার রনজিত দাশ। ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার বিউটি বিশ^াসসহ বিভিন্ন স্কুলের ২০ জন শিক্ষক উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করে।