তালা প্রতিনিধি
তালায় দিনব্যাপী মৃৎশিল্প মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার তালার কপোতাক্ষ নদের তীরে মাঝিয়াড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা উন্নয়ন প্রচেষ্টার আয়োজনে পরিবেশবান্ধব মৃৎশিল্প কেন্দ্র প্রাঙ্গাণে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়। বিকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার প্রধান অতিথি থেকে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ^াস, ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু, চেয়ারম্যান সরদার জাকির হোসেন, সেখ ইয়াকুব আলী, শেখ ইমান আলী, শাহনেওয়াজ কবির শাওন প্রমুখ।
উদ্বোধন শেষে অতিথিরা স্টল পরিদর্শন করেন। পরিদর্শনকালে অতিথিরা বলেন, মৃৎশিল্প বাংলাদেশের মৃতপ্রায় একটি ঐতিহ্যবাহী শিল্প। হারিয়ে যেতে বসা এই শিল্প রক্ষায় অগ্রণী ভূমিকা রাখবে এই মেলা। মাটির তৈরী এসব পণ্য যদি সঠিকভাবে বাজারজাতকরণ করা হয় তাহলে এই শিল্প আরও স¤প্রসারিত হবে।
তালায় দিনব্যাপী মৃৎশিল্প মেলা অনুষ্ঠিত
Leave a comment