
তালা প্রতিনিধি : তালা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতা, সাতক্ষীরা -১ (তালা-কলারোয়া) আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী ইজ্জত উল্লাহ এক মতবিনিময় সভার আয়োজন করেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে তালা প্রেসক্লাব হলরুমে সাংবাদিক মোস্তাফিজুর রহমান রেন্টুর পরিচালনায় উক্ত মতবিনিময় সভায় উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিদুল ইসলাম, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, প্রেসক্লাবের সভাপতি এমএ হাকিম, সাধারণ সম্পাদক জোয়ার্দার ফারুক হোসেন, কলারোয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।