তালা প্রতিনিধি : তালা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার মশিয়ার রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সাতক্ষীরা জেলা শাখা আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক ও সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এই সিদ্ধান্ত জানানো হয়। রোববার বিকালে সরদার মশিয়ার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিবৃতিতে বলা হয়, ২০২০ সালের ১৯ আগস্ট ইস্যুকৃত পত্রদ্বারা আপনাকে সংগঠন হইতে সাময়িক বহিস্কার করা হয়। পরবর্তীতে আপনার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা বলিয়া পুলিশী রিপোর্ট প্রদান করে। ২০২০ সালের ২ জুন আপনার বহিস্কারাদেশ প্রত্যাহার চেয়ে আবেদনের প্রেক্ষিতে জেলা নেতৃবৃন্দের সুপারিশত্রুমে আপনার বিরুদ্ধে আনীত সাময়িক বহিস্কারাদেশ বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ ধারা (প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা) এর (উপধারা-১০) মোতাবেক আপনার সাময়িক বহিস্কারাদেশ গত ১ মে প্রত্যাহার করা হল।
উল্লেখ্য, ২০১৯ সালের ৮ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সরদার মশিয়ার রহমানের এক নম্বর সাংগঠনিক সম্পাদক নাম ঘোষণা করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।