জন্মভূমি রিপোর্ট
খুলনা সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেককে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। শনিবার দুপুর ২টায় হাসপাতালের ৩০৩ নম্বর কেবিনে ভর্তি করা হয় তাকে। এখানে প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা করে তার অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হবে।
কেসিসি মেয়রের সহকারী একান্ত সচিব (এপিএস) গোপাল কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সকালে প্রস্টেট গ্লান্ড অপারেশনের জন্য মেয়র খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।
তার পরিবারের সদস্যরা জানান, সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ইউরোলজি সংক্রান্ত রোগে ভুগছেন। গত ১৫ জুন অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা পরীক্ষা করে এ রোগের কথা জানান। এরপর তাকে বাসায় রেখে চিকিৎসা দেওয়া হয়।
তালুকদার আব্দুল খালেক সিএমএইচে ভর্তি
Leave a comment