জন্মভূমি ডেস্ক : বৈরী আবহাওয়ার কারণে দেশের তিনটি উপকূলীয় এলাকায় নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সংস্থাটির এক বার্তায় এই তথ্য জানানো হয়।
বিআইডব্লিউটিএ জানিয়েছে, নদীতে প্রচণ্ড রোলিং থাকায় এবং যাত্রীদের জানমালের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে হাতিয়া এবং বেতুয়াগামী, বেতুয়া এবং হাতিয়া থেকে ঢাকাগামী এবং ঢাকা থেকে খেপুপাড়া, খেপুপাড়া থেকে ঢাকাগামী তিনটি উপকূলীয় অঞ্চলের নৌপথের নৌযান চলাচল বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে।
বৈরী আবহাওয়ার কারণে সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত রয়েছে।