জন্মভূমি ডেস্ক : চট্টগ্রাম বিভাগের তিন জেলা রাঙামাটি, কক্সবাজার ও খাগড়াছড়িতে বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ মে) ভোর ও দুপুরের দিকে তাদের মৃত্যু হয়। এর মধ্যে রাঙামাটি ও কক্সবাজারে দুইজন করে নিহত হয়েছেন। আর খাগড়াছড়িতে মারা গেছেন একজন। ঢাকা মেইলের প্রতিনিধিদের পাঠানো খবর।
কক্সবাজার: কক্সবাজারের পেকুয়ার মাঠে কাজ করার সময় বজ্রপাতে দুই লবণ চাষি নিহত হয়েছেন। তারা হলেন- মোহাম্মদ দিদার (২৬) ও আরফাত হোছাইন (১২)। ভোরে মগনামা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কোদাইল্যাদিয়া ও রাজাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড চরিপাড়া এলাকায় এসব ঘটনা ঘটে।
নিহত দিদার ওই এলাকার জমিরউদ্দীনের ছেলে। এছাড়া নিহত আরফাত রাজাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড চরিপাড়া এলাকার জামাল হোছাইনের ছেলে।
মগনামা ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য বদিউল আলম জানান, ভোরে কালবৈশাখী ঝড় ও বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাত লবণের মাঠে কাজ করা দিদার মারা যায়।
রাজাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুল জানান, ভোরে কালবৈশাখী ঝড় ও বজ্রপাত শুরু হলে বাবার সঙ্গে লবণ মাঠে যাওয়া আরফাত মারা যান।
রাঙামাটি: সকালে রাঙামাটি শহরের সিলেটিপাড়া ও বাঘাইছড়ি উপজেলার রুপাকারী ইউনিয়নের মুসলিম ব্লকে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- সিলেটিপাড়া এলাকার বাসিন্দা নজির (৫০) এবং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুসলিম ব্লক গ্রামের লাল মিয়ার স্ত্রী বাহারজান বেগম (৫৫)।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার বলেন, সকালে বৃষ্টির সময় বজ্রপাতে বাহারজান নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি গরু আনার জন্য বাড়ির বাইরে গিয়েছিলেন। মৃতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
অন্যদিকে রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর বলেন, সকালে শহরের সিলেটিপাড়া থেকে একজনকে হাসপাতালে আনা হয়। তিনি বজ্রপাতে মারা গেছেন।
খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বৃষ্টির সময় বজ্রপাতে ইয়াছিন আরাফাত নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। দুপুরের দিকে মাটিরাঙ্গার বড়নাল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইব্রাহিম পাড়ায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বড়নাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াস হোসেন।
স্বজনেরা জানান, বৃষ্টির সময় উঠানের পাশেই আম কুড়াতে যায় দুই ভাই। এ সময় আকস্মিক বজ্রপাতে ছোট ভাই প্রাণে বেঁচে গেলেও বড় ভাই ইয়াছিন আরাফাত ঘটনাস্থলেই মারা যান।
আরাফাত বড়নাল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইব্রাহিম পাড়ার বাসিন্দা ইউসুফ মিয়ার ছেলে। এ ঘটনায় মৃত কিশোরের পরিবারকে সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডেজী চক্রবর্তী।