জন্মভূমি ডেস্ক : তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের বোলু পার্বত্য এলাকায় অগ্নিকাণ্ডে গ্র্যান্ড কারতাল নামে একটি স্কি রিসোর্টের হোটেলে নিহত বেড়ে ৭৬ জনে দাঁড়িয়েছে।
এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরো অর্ধশতাধিক মানুষ, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।খবর রয়টার্সের।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া মঙ্গলবার রাতে এক বার্তায় জানিয়েছেন এ তথ্য। তিনি আরও বলেন, নিহতদের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে, তবে অনেকেই পুড়ে দগ্ধ হয়ে যাওয়ায় তাদের পরিচয় এখনও জানা যায় নি।
ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হওয়া সেই হোটেলটি বোলু পার্বত্য এলাকার কারতালকিয়া স্কি রিসোর্টের কাছেই অবস্থিত। এ অঞ্চলটি তুরস্কের শীতকালীন পর্যটন অঞ্চল হিসেবে বেশ জনপ্রিয়।
মঙ্গলবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে আগুন লাগে গ্র্যান্ড কারতাল হোটেলে। আগুনের সূত্রপাত ঘটেছিল রান্নাঘর থেকে।
স্বরাষ্ট্রমন্ত্রী তার বার্তায় বলেন, পাহাড়ি উঁচু-নিচু পথের কারণে আগুন লাগার পর ফায়ার সার্ভিস বাহিনীর কর্মীদের সেখানে পৌঁছাতে সময় লেগেছিল ৪৫ মিনিট। এই ৪৫ মিনিটেই ভয়াবহ রূপ নেয় আগুন।
১২তলার গ্র্যান্ড কারতাল হোটেলে কক্ষের সংখ্যা মোট ১৬১টি। আগুন লাগার সময় সেখানে ছিলেন ২৩৮ জন অতিথি। স্কুল ছুটি থাকায় অনেক শিশু ও অভিভাবকও ছিলেন এ অতিথিদের মধ্যে।
হোটেলের বাইরের আবরণ কাঠ দিয়ে তৈরি বলে আগুন লাগার পর তা অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ে।
তুরস্কে স্কি রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬

Leave a comment