মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বাগেরহাট-৪, আসনের সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন বলেছেন, তৃনমূলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে সকল ষড়যন্ত্র মোকাবেলা করা সম্ভব। শুক্রবার বিকেলে রামচন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বর্ষীবাওয়া বাজারে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আগে দলের কর্মীদেরকে মূল্যায়ন করতে হবে, পরে ‘ভাই’। দল না থাকলে ভাই থাকবে না। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাওলাদার দেলোয়ার হোসেনের সভাপতিতে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস.এম. আসাদুজ্জামান রাসেল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদ, উপজেলা যুবলীগের আহবায়ক ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম ও যুগ্ম আহবায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী অধ্যাপিকা আফরোজা আক্তার লিনা, রামচন্দ্রপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাবুল, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক সরদার সাইফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মহিদ হোসেন স্বপন। আলোচনা শেষে দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়।