তেরখাদা প্রতিনিধিঃ ঈদুল আযহা উপলক্ষে খুলনা-০৪ আসনের এমপি আব্দুস সালাম মূর্শেদী এর ব্যক্তিগত উদ্যোগে ছাগলাদাহ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে ভ্যান শ্রমিক ও চায়ের দোকানীদের মাঝে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে নাচুনিয়া জুনারী দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এক অনুষ্ঠান আওয়ামী লীগ নেতা কাকা ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা-০৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ফারুক শেখ,ওয়ার্ড মেম্বার মোঃ নজরুল ইসলাম চৌধুরী, গাউস মাস্টার, জাহাঙ্গীর খান, মোঃ নোমান, শেখ তানজেল হোসেন, সাবেক সভাপতি হাই শেখ, সাবেক মেম্বার মোঃ শরীফুল ইসলাম সরু।