জন্মভূমি রিপোর্ট : তেরখাদা উপজেলার সাচিয়াদাহ আদর্শ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষকের বিরুদ্ধে কর্মচারী নিয়োগের নামে ৮০লাখ টাকা ঘুষ নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ভূক্তভোগীরা এর প্রতিকার চেয়ে বিভিন্্ন দপ্তরে অভিযোগ করেছেন।
অভিযোগে জানা গেছে, গত বছরের ১১নভেম্বর এই বিদ্যালয়ের হিসাব সহকারী, অফিস সহায়ক, আয়া ও কম্পিউটার অপারেটর ল্যাব অপারেটরসহ ৬টি শূন্য পদে কর্মচারী নিয়োগ করা হবে। প্রধান শিক্ষক উদ্যোপ মহন্ত বিদ্যালয় পরিচালনা পরিষদের সদসদের নাম করে নিয়োগ বানিজ্যের নামে ৮০লাখ টাকা গ্রহণ করেন। ১৫-২০জনের কাছ থেকে এই টাকা গ্রহণ করে আত্মসাৎ করলেও চাকরী দেয়নি। উপজেলা নলিয়ারচর গ্রামের মো. জাকারিয়া অভিযোগ করে বলেন, তার পুত্রবধূ সেলিনা খাতুনকে কম্পিউটার অপারেটর পদে চাকরী দেয়ার জন্য ৫লাখ টাকা গ্রহণ করলেও তার চাকরী হয়নি। মাটিয়ারকুল এলাকার ইউপি সদস্য বিরভাত মাঝির কাছ থেকে ১২লাখ টাকা নিলেও চাকরী হয়নি।
এঘটনায় চাকরী প্রার্থী সেলিনা খাতুন এর প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন। মো. জাকারিয়া অভিযোগ করে বলেন, দুর্নীতিবাজ প্রধান শিক্ষককে অপসারণ ও বিচার করতে হবে। তিনি তার টাকা ফেরৎ পাওয়ার জন্য কর্তৃক্ষের কাছে আবেদন জানান।
প্রধান শিক্ষক উদ্যোপ মহন্ত বলেন, চাকরীর নাম করে কোন টাকা নেয়া হয়নি। বর্তমান চেয়ারম্যানের পক্ষে এক দল , বিপক্ষে এক দল। বিপক্ষ দল এই অপপ্রচার চালাচ্ছে।