তেরখাদা প্রতিনিধিঃ উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় “জাটকা সংরক্ষণ” কার্যক্রম উপলক্ষে জনসচেতনতা বিষয়ক এক সভা গত ৪জুন বিকেল ৪টার দিকে মধুপুর ইউনিয়ন কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত হয়। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সাইদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলী। সভায় এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মৎস্য কার্ডধারী ইলিশ জেলেরা উপস্থিত ছিলেন। পরে মধুপুর ইউনিয়নের মৎস্য কার্ডধারী ইলিশ জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলী।