তেরখাদা প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী তেরখাদা উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার বিকেল ৩টায় সরকারি ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোঃ নাহিদ হাসানের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। বিশেষ অতিথির বক্তৃতা করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রিয় মজলিসে সুরা সদস্য ও খুলনা মহানগর জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাহফুজুর রহমান, খুলনা জেলা জামায়াতের আমির মাওলানা ইমরান হোসাইন, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুন্সী মিজাুনর রহমান, জেলা ছাত্র শিবির খুলনা জেলা উত্তর শাখার সভাপতি বেলাল হোসাইন রিয়াদ, জেলার সহকারী সেক্রেটারি মুন্সী মঈনুল ইসলাম ও গাওসুল আলম হাদী, খুলনা মহানগর ছাত্র শিবিরের সাবেক সভাপতি স ম এনামুল হক। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মাওলানা আব্দুস সালাম জাহেদী, মাহফুজুর রহমান, মাস্টার আক্তার ফারুক, মাওলানা আব্দুর রকিব, মাওলানা শাহজাহান আলী, আব্দুস সামাদ লিটন, মাওলানা ইবাদুর রহমান, মাওলানা মিজানুর রহমান, আহসান হাবিব লোনা, হাফেজ রাইসুল আহনাফ। সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, নেতা কর্মীদের শপথ নিতে হবে কোনো সন্ত্রাসী ও কোনো জালেমকে আর ক্ষমতায় বসার সুযোগ দেয়া যাবে না। তেরখাদার মাটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘাটিতে পরিণত করতে হবে।