তেরখাদা প্রতিনিধিঃ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় ২০২৩-২০২৪ অর্থ বছরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের ঝ ঙ উ এর আলোকে দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালী করণ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ গত ২০ জুন সকাল ১০টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভপিতত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলী। প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ইউনুস আলী। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ সোহেল রানা এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা পরিষদের প্রাক্তন ভাইসচেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, উপজেলা একাডেমিক সুপারভাইজর সাহেলা সুলতানা, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান,সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন, ইউপি চেয়ারম্যান যথাক্রমে কৃষ্ণ মেনন রায়, শেখ মোঃ মোহসীন ও বুলবুল আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার এম এম মতিয়ার রহমান, উপজেলা আনসার ভিডিপি অফিসার মোঃ আব্দুর রউফ, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী প্রজিত সরকার,উপজেলা দারিদ্র বিমোচন অফিসার অরুফা খাতুন, শিক্ষক মোঃ তৌহিদুল ইসলামসহ অনেকে।