তেরখাদা প্রতিনিধিঃ গত ১৮ অক্টোবর সকাল ১১টায় তেরখাদায় শেখ রাসেল দিবস-২০২৩ পালন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিং এ প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা-০৪ আসনের এমপি আব্দুস সালাম মূর্শেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন,উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি ও মহিলা ভাইসচেয়ারম্যান নাজমা খান। বক্তৃতা করেন উপজেলা প্রকৌশলী শেখ ওয়ালিদ ইবনে হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান আকন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কপিল দে বসাক, উপজেলা মহিলা কর্মকর্তা নাজমুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান,বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের, ইউপি চেয়ারম্যান যথাক্রমে এফ এম অহিদুজ্জামান ও কে এম আলমগীর হোসেন,উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুল মজিদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা যাদব চন্দ্র রায়,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল রানা, এসিসট্যান্ট প্রোগ্রামার লিডাম পল বালা, উপজেলা একাডেমিক সুপারভাইজর সাহেলা সুলতানা, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোঃ ফরিদুল ইসলাম, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান। পরে সাংষ্কৃতিক অনুষ্ঠান,কেক কাটা এবং র্যালি বের হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন, মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত কিশোর কিশোরী ক্লাব ।