তেরখাদা প্রতিনিধি
তেরখাদার বিভিন্ন এলাকায় টি ভি সিডির নামে অশ্লীল ছবি প্রদর্শিত হচ্ছে একই সাথে চলছে কেরাম বোর্ডের নামে জুয়া খেলা। উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় এসব বিষয় নিয়ে বক্তারা আলোচনা করলেও কোনো প্রতিকার নেই। প্রশাসনের চোখের সামনেই পরিচালিত হচ্ছে এসব অশ্লীল কর্মকান্ড। এ বিষয়ে কোন ব্যবস্থা না নেয়ায় দিন দিন বেড়েই চলেছে বখাটেদের উৎপাত। আর বিপথগামী হচ্ছে গ্রামাঞ্চলের হাজার হাজার ছাত্র-যুবক। সকাল ১০টা থেকেই দোকানপাট গুলোতে টিভি সিডি চালু করা হয়। চলে রাত ১০টা পর্যন্ত। কোনো কোনো স্থানে গভীররাত পর্যন্তও চলে। প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র থেকে শুরু করে স্কুল এবং কলেজ পর্যায়ের ছাত্র-যুবকরা কেরাম বোর্ড খেলায় ভীড়ে। অশ্লীল ছবি দেখলে আর ছাত্র যুবকদের স্কুল-কলেজে যাওয়া হয়না। প্রতিদিন এসব স্পটে ভীড়ে এদের নেশায় পরিণত হয়ে গেছে। উপজেলার বিভিন্ন স্থানে প্রায় শতাধিক স্পটে চলছে কেরামের নামে জুয়া। অশ্লীল ছবি দেখে অনেক ছাত্র ও যুব সম্প্রদায় উত্তেজিত হয়ে নারী ঘটিত বিষয়ে জড়িয়ে পড়ে। কেরাম বোর্ডের নামে জুয়া খেলে দেওলিয়া বনে গিয়ে জড়িয়ে পড়ছে চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানাবিধ অপরাধ কর্মকান্ডে। উপজেলা সদর সহ তৃণমূল এলাকায় প্রশাসনের নজর না পড়ায় প্রতিনিয়ত অসামাজিক কর্মকান্ড ঘটেই চলেছে। এলাকার শিক্ষক সমাজ বলেন, গ্রামাঞ্চলের রাস্তা ঘাট, ব্রিজ কালভার্টসহ যত্রতত্র দোকান পাট গড়ে উঠায় এসব দোকানে টিভি সিডি এবং দোকানের পাশে মিশিয়ে কেরাম বোর্ডের নামে জুয়ার আসর বসানোর কারণে শিক্ষা ব্যবস্থা এবং আইন শৃঙ্খলা হুমকির মুখে দাড়িয়েছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তেরখাদার প্রত্যন্ত এলাকায় আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে। শিক্ষার হারও ক্রমান্বয়ে হ্রাস পাবে। তেরখাদার সচেতন মহল এ বিষয়টি নিরসনের লক্ষ্যে জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।
তেরখাদায় অশ্লীল ছবি প্রদর্শন ও কেরাম বোর্ড জুয়া, প্রশাসন নির্বিকার
Leave a comment