আহাম্মদ ইব্রাহিম অরবিল, দশমিনা(পটুয়াখালী) : পটুয়াখালীর দশমিনা উপজেলায় চরাঞ্চলে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে জৈব বালাইনাশক পদ্ধতিতে চাষাবাদসহ তরমুজের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিন দাসপাড়া গ্রামে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উপজেলায় কৃষি উদ্যোক্তা তৈরি,পরিবেশ বান্ধব চাষ এবং কৃষকদেরকে উন্নত চাষ পদ্ধতির মাধ্যমে ফসলের উৎপাদন বাড়ানোর কৌশল ও প্রযুক্তি বিষয়ে মাঠ দিবসে অবহিত করা হয়। মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (পিপি) এইচ.এম.শামীম। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদ’র সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু জাফর হাওলাদার, মো. নাসির উদ্দিন, স্থানীয় পর্যায়ের কৃষক, গনমাধ্যমকর্মী, সমাজসেবকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। মাঠ দিবস অনুষ্ঠানে কৃষকদেরকে কৃষি বিষয়ক বিভিন্ন বিষয়ে অবহিত করা হয়।