দাকোপ প্রতিনিধি : আসন্ন দাকোপ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ আবুল হোসেন দাকোপের পানখালী ইউনিয়নে গণসংযোগ ও পথ সভা করেছেন। বুধবার আছর বাদ তিনি পানখালী ইউনিয়নের বারইখালী কৃষ্ণের মোড়, খাটাইল ও খোনা গ্রামে গনসংযোগ করেন। সন্ধ্যায় তিনি খোনা খাটাইল বাজার এলাকায় পথ সভায় অংশ নিয়ে উপজেলা চেয়ারম্যান পদে সকলের দোয়া আশির্বাদ কামনা করেন। পানখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি স্বপন কুমার সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জ্যোতি শংকর রায়ের পরিচালনায় অনুষ্ঠিত পথ সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শেখ আব্দুল কাদের, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, শেখ রফিকুল ইসলাম, আজগর হোসেন ছাবিবর, পৌর কাউন্সিলর আঃ গফুর সানা, নাসিমা বেগম, বীর মুক্তিযোদ্ধা নিশিকান্ত গোলদার, বাবুল আকতার, নজরুল ইসলাম ফকির, বিশ্বজিত বাওয়ালী, জামাল শেখ, ইউপি সদস্য হানজালা শেখ, রাশেদুল ইসলাম বাবু, খোরশেদ আলম শেখ, অর্ধেন্দু শেখর রায়, বিশ্বজিত রায়, ঠাকুরদাশ মন্ডল, এনামুল মোল্যা, অনুপম আদিত্য সরকার, ইকরামুল ইসলাম প্রমুখ।